নামুজায় পুকুরের পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু | Daily Chandni Bazar নামুজায় পুকুরের পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৩ ২৩:২৭
নামুজায় পুকুরের পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

নামুজায় পুকুরের পানিতে
ডুবে ২বছরের শিশুর মৃত্যু

বগুড়া সদরের নামুজা ভান্ডারী পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে প্রবাসীর ২বছরের শিশু সস্তানের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় নামুজা ইউনিয়নের ভান্ডারী পাড়া গ্রামের প্রবাসী ইউছুব আলীর ২ বছরের শিশু সন্তান আবদুল্ল বাড়ীর পাশে^ পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে সবার অগচরে শিশুটি খেলতে খেলতে কোন এক সময় ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। শিশুকে মৃত্যু অবস্থায় পুকুরের পালিতে ভাসমান দেখতে পেয়ে লাশ উপরে তুলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন