গাবতলীতে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ | Daily Chandni Bazar গাবতলীতে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৩ ২৩:৪১
গাবতলীতে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে সরকারী রাস্তার 
গাছ কর্তনের অভিযোগ

বগুড়ার গাবতলীতে সরকারী এলজিইডির রাস্তার পার্শ্ব থেকে ৩টি গাছ ও ব্যক্তি মালিকানা জায়গা থেকে ১টি গাছ কর্তনের অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ ওই গাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে গত ২৬আগষ্ট বিকেলে উপজেলার নেপালতলী ইউনিয়নের দক্ষিণ সরাতলী গ্রামে। 
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের দক্ষিণ সরাতলী গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে রেজাউল করিমের সম্পত্তির উপর দীর্ঘদিন থেকে একটি বেল গাছ ছিল। স্থানীয় কতিপয় ব্যক্তি গত ২৬আগষ্ট বিকেলে গাছটি কাটা শুরু করে। এ সময় বাধা দিলে রেজাউলের স্ত্রীকে গালাগালির একপর্যায়ে মারপিটের হুমকি প্রদান করে। পরে ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ওই ব্যক্তিরা এলজিইডির সরকারী রাস্তার পার্শ্বে আরও ৩টি গাছ কর্তন করেছে। পুলিশ গাছ ৩টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গত ২৭আগষ্ট রেজাউল করিম বাদী হয়ে দক্ষিণ সরাতলী গ্রামের সাহিদুর রহমান, জহুরুল ইসলাম ও গোলাম রব্বানীকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী মডেল থানার এ এস.আই সামিউল ইসলাম জানান, ট্রিপল নাইনে ফোন পেয়ে গাছ ৩টি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বিষয়টি এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন