শাজাহানপুরে মশকনিধন কর্মসূচি উদ্বোধন | Daily Chandni Bazar শাজাহানপুরে মশকনিধন কর্মসূচি উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৩ ২২:৫৪
শাজাহানপুরে মশকনিধন কর্মসূচি উদ্বোধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুরে মশকনিধন কর্মসূচি উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে মশকনিধন কর্মসূচিতে কীটনাশক ব্যবহার,পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছেন মাঝিড়া ইউনিয়ন পরিষদ।
বুধবার দুপুরে উপজেলা মাঝিড়া বাজারে এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।
মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোতারব হোসেন,ইউপি সচিব মোঃ অছিমুদ্দিন হোসেন,প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউছ লিমন সহ সকল ইউপি সদস্য ও ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মাঝিড়া বন্দরে এলাকার ১ কিলোমিটার আশেপাশে ফগার মেশিনের মাধ্যমে এলাকাজুড়ে মশক নিধনে ওষুধ ছিটানো হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন