গাবতলীতে বসতবাড়ী থেকে বারো লাখ টাকার মালামাল চুরি | Daily Chandni Bazar গাবতলীতে বসতবাড়ী থেকে বারো লাখ টাকার মালামাল চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৩ ২২:৫৮
গাবতলীতে বসতবাড়ী থেকে বারো লাখ টাকার মালামাল চুরি
অনলাইন ডেস্ক

গাবতলীতে বসতবাড়ী থেকে বারো
লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার গাবতলীতে রাতের আধারে ১২লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 
জানা গেছে, বগুড়া সদরের উত্তর চেলোপাড়া গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে আবুল কাশেম (৫৩) নিজগ্রামে বসবাস করার উদ্দেশ্যে গত ১মাস আগে গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের মাঠিয়ানচড়া গ্রামের বাচ্চুর ছেলে মামুনুর রশিদ (৩৫) এর কাছ থেকে তার ভোগদখলীয় সম্পত্তির উপর পরিপূর্ণ পাকাবাড়ীসহ বসতবাড়ীর আসবাবপত্র ক্রয় করে ভোগদখল করে আসছি। অতঃপর স্থানীয় বাচ্চু ও রমেদা বেগম ওই বাড়ীঘর দেখাশুনা করে আসছিলো। এমতাবস্থায় গত ২৫আগষ্ট দিবাগত রাতে ওই বসতবাড়ীর ২টি টিভি, আইপিএস ব্যাটারী, সিসি ক্যামেরা, চাল, চেয়ার, সাউন্ডবক্স, ফ্যান, ৫ভরি গহনাসহ অনুমান ১২লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় পরদিন ২৬আগষ্ট আবুল কাশেম বাদী হয়ে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী এস আই তরিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন