গাবতলীতে ভুয়া পুলিশের পরিচয়ে অটোবাইক ছিনতাই | Daily Chandni Bazar গাবতলীতে ভুয়া পুলিশের পরিচয়ে অটোবাইক ছিনতাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৩ ২৩:০০
গাবতলীতে ভুয়া পুলিশের পরিচয়ে অটোবাইক ছিনতাই
গ্রেপ্তার-৪
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে ভুয়া পুলিশের পরিচয়ে
 অটোবাইক ছিনতাই

বগুড়ার গাবতলীতে ভুয়া পুলিশের পরিচয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে এক অটোবাইক ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই চক্রের ৪সদস্যকে গ্রেফতার এবং ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারগাড়ী উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদরের চাপুলিয়া মধ্যপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে জাহিদুল ইসলাম রুবেল ওরফে রাসেল মুন্সি (৩০), ফরিদপুর জেলার সালথা থানার দরজা গ্রামের মৃত আছমত শেখের ছেলে সাইফুল ইসলাম মানিক (৪৩), শেরপুর জেলার নালিতাবাড়ী গ্রামের সোহাগপুর কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মিজানুর রহমান রুবেল (৩৩) এবং মাগুড়া জেলার মাগুড়া সদর থানার কুচিয়ামোড়া গ্রামের আলম ওরফে আলাল মোল্লার ছেলে শিপন মোল্লা (২৪)। 
জানা গেছে, গাবতলীর হোসেনপুর টাইরপাড়া গ্রামের অটোবাইক চালক জুয়েল মোল্লা (৩২) গত ২৯ আগষ্ট রাত ৮টায় গাবতলী হতে সাবগ্রাম পৌঁছালে গাবতলী যাওয়ার কথা বলে দুইজন ছিনতাইকারী যাত্রীবেশে ওই জুয়েলের অটোবাইক গাড়ীতে ওঠে। পথিমধ্যে চকবোচাই পৌঁছালে কালো রংয়ের একটি কারগাড়ী পথরোধ করে বলে, আমরা পুলিশের লোক। এই অটোবাইকে মাদক মামলার আসামী আছে। এ কথা বলেই সবাইকে আটক করে কারগাড়ীতে উঠিয়ে নেয়। এরই সুযোগে রাস্তায় পড়ে থাকা অটোবাইক গাড়ীটি নিয়ে পালিয়ে যায় ওই ছিনতাইচক্রের এক সদস্য। এদিকে ওই সংঘবদ্ধ ছিনতাইকারীর দল অটোবাইক চালক জুয়েল মোল্লাকে গাড়ীর ভেতরে চেতনানাশক ওষুধ খাইয়ে গাবতলীর বাগবাড়ী রোডে রওনা দেয়। পথিমধ্যে পাঁচমাইল নামকস্থানে জুয়েলের জ্ঞান ফিরলে সে আর্তচিৎকার দেয়। তখন আশপাশের লোকজন মোটর সাইকেলযোগে ধাওয়া করে ছিনতাইচক্রের ৬জনের মধ্যে চার সদস্যকে পাকড়াও করে এবং কারগাড়ীটি ভাঙচুর করে। খবর পেয়ে থানার এস.আই সুজল দেবনাথ ঘটনাস্থলে এসে ছিনতাইকারী চারজনকে আটক এবং ছিনতাইয়ে ব্যবহৃত কারগাড়ীটি উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় অটোবাইক চালক জুয়েলের স্ত্রী বুলবুলি বেগম (২৭) বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে এবং ৩/৪জনকে অজ্ঞাত বলে গতকাল থানায় একটি মামলা দায়ের করেন। উল্লেখিত কায়দায় গত ২৪আগষ্ট রাত সাড়ে ৭টায় বগুড়ার মাটিরডালী কালিবালা মানিকচক এলাকায় ছিনতাইয়ের শিকার হন গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আবু ইমরান জনি ( ২৮)। ভুক্তভোগী জনি স্থানীয় সাংবাদিকদের জানান, ওইদিন গ্রেফতারকৃত ৪জন ছিনতাইকারীরাই ১টি অটো ইজিবাইক ব্যাটারী চালিত গাড়ী, নগদ ৭হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, গ্রেফতারদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন