ভারতে বৈঠকে বসছে বিরোধী জোট, প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে অস্বস্তি | Daily Chandni Bazar ভারতে বৈঠকে বসছে বিরোধী জোট, প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে অস্বস্তি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১৫:৫৫
ভারতে বৈঠকে বসছে বিরোধী জোট, প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে অস্বস্তি
অনলাইন ডেস্ক

ভারতে বৈঠকে বসছে বিরোধী জোট, প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে অস্বস্তি

ভারতে ফের বৈঠকে বসছে বিরোধী জোট। বৃহস্পতিবার (৩১ আগস্ট) মুম্বাইতে এই বৈঠক শুরু হবে। এর আগে এই জোটের নাম রাখা হয় ‌ইন্ডিয়া।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জোট নেতারা ঘরোয়া আলোচনার পর নৈশভোজে অংশ নেবেন। এর আয়োজনে রয়েছেন এনসিপি নেতা শারদ পাওয়ার। শুক্রবার সকাল ১১টা থেকে সান্তাক্রুজে গ্র্যান্ড হায়াত হোটেলে মূল বৈঠক হওয়ার কথা।

প্রথম দুটি বৈঠকের পর এই জোটের রূপরেখা অনেকটা স্পষ্ট। এবার সেটা আরও এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। তাৎপর্যপূর্ণভাবে এবার ২৬ নয়, বৈঠকে অংশ নেবে ২৮টি দল। প্রায় ৬৪ জন নেতা অংশ নেবেন। মূল আয়োজক শরদ পওয়ার ও উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের কংগ্রেস ইউনিটও সাহায্য করছে।

এই বৈঠকেই ইন্ডিয়া জোটের লোগো উদ্বোধন হতে পারে। গঠন করা হতে পারে সমন্বয় কমিটি। কাউকে আহ্বায়ক করা হবে কি না, সেটা নিয়ে এখনো আলোচনা চলছে।

মহাজোটের বৈঠক নিয়ে এরই মধ্যে গোটা মুম্বাই সেজে উঠেছে। শহরজুড়ে পোস্টারে ছয়লাপ। নেতারাও বুধবার রাত থেকে পৌঁছাতে শুরু করেছেন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বুধবার বিকালেই পৌঁছে গেছেন।

মোদীর বিকল্প কে? বিরোধীদের তৃতীয় বৈঠকের আগে এই প্রশ্ন তুলে চাপে ফেলতে চাইছে বিজেপি। কংগ্রেসের ভেতর থেকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রার্থী বলে দাবি তোলা শুরু হচ্ছে। কেজরিওয়ালকেও তার দল সামনে তুলে প্রচার করছে। যা জোটের ক্ষেত্রে অস্বস্তিকর।

যদিও আগের বৈঠকেই ইন্ডিয়া নেতৃত্ব ঘোষণা করেছে। কাউকে প্রধানমন্ত্রী প্রার্থী না করেই তারা মোদীর মোকাবিলা করবে। সেই প্রেক্ষিতে মমতা বুধবার জানিয়ে দিয়েছেন, ওদিকে যদি মোদী থাকেন। এদিকে গোটা ইন্ডিয়া আছে। জোটে সবাই সমান। এক পরিবারের সদস্য।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন