গাবতলীতে ৫৩টি ইউক্যালিপ্টাস গাছ বিনষ্ট করেছে প্রতিপক্ষরা | Daily Chandni Bazar গাবতলীতে ৫৩টি ইউক্যালিপ্টাস গাছ বিনষ্ট করেছে প্রতিপক্ষরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২৩ ২২:১৫
গাবতলীতে ৫৩টি ইউক্যালিপ্টাস গাছ বিনষ্ট করেছে প্রতিপক্ষরা
প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে ৫৩টি ইউক্যালিপ্টাস
গাছ বিনষ্ট করেছে প্রতিপক্ষরা

বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে ৫৩টি ইউক্যালিপ্টাস গাছ বিনষ্ট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১লা সেপ্টেম্বর রাত অনুমান সাড়ে ১০টায় উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের পনিরপাড়া গ্রামে। 
জানা গেছে, উল্লেখিত গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে মিলু ইসলাম (৩৯) বিগত ২০১৫ সালে জনৈক আফছারের কাছ থেকে ১০শতক ধানী জমি ক্রয় করে ভোগদখল করে আসছে। কিন্তু একই গ্রামের কতিপয় ব্যক্তি শত্রুতার জের ধরে ১লা সেপ্টেম্বর রাতে ক্রয়কৃত ওই জমিতে থাকা ৫৩টি ইউক্যালিপ্টাস গাছ বিনষ্ট করে। এ ঘটনায় ভুক্তভোগী মিলু বাদী হয়ে ফুয়াদ, লালু ও মিষ্টারকে অভিযুক্ত করে গতকাল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন