বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্যোগে জাতীয় পর্যায়ে ক্ষুদে সাতারু প্রতিভার খোঁজে সাঁতারু বাছাই ও তিনমাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ২রা সেপ্টেম্বর শনিবার বগুড়ার গাবতলী পৌর সদরের পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা বিএনপির সদস্য পৌর মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মোল্লা। উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল তরফদার, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, কৃষিবিষয়ক সম্পাদক নুরুজ্জামান সজল, শ্রমবিষয়ক সম্পাদক রহেদুজ্জামান, পৌর কাউন্সিলর ওবাইদুর রহমান জ্যাক, বিএনপি নেতা লিটু, যুবদল নেতা তাজুল, দৌলত, নিপুল, সাব্বির, ছনি, এজাজুল, বাবু, রবিউল, রানা, শহীদুল, পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক আরিফুল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন বারী মর্ণিং, শ্রমিকদল নেতা বাপ্পী, বিপ্লব, সিহাব, জীবন, ছাত্রদল নেতা আ: আলীম শাওন, মঈনুল, মমিন প্রমুখ। সাতারু প্রশিক্ষক হিসেবে ছিলেন মাসুদ রানা ও জামিলা খাতুন। শুরুতেই বেলুন ও পায়রা উড়িয়ে সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন