নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে খোকন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন হোসেন চককুসুম্বা গ্রামের সাহাবুদ্দীন ম-ল ওরফে সাবুর ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
নিহতের বাবা সাহাবুদ্দীন ম-ল জানান, বাড়ির তারা-টু নলকূপের সমস্যা হওয়ায় ছেলে খোকন হোসেন সেটি মেরামতের কাজ করছিল। এক পর্যায়ে লোহার রড তোলার সময় অসাবধানবশত সেটি বিদ্যুতের মেইন তারে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন ছেলে খোকনকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত খোকনের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন