আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ | Daily Chandni Bazar আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১৬
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাঁচা-মরার লড়াই বাংলাদেশের। আফগানিস্তানকে হারাতে পারলে টিকে থাকবে সুপার ফোরের জন্য। হারলেই বিদায়। এমন সমীকরণ সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাল্লেকেলে স্টেডিয়ামে আগের ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ওই ম্যাচেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ সংগ্রহ করেছিলো ১৬৪ রান।

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষেও টস জিতলেন সাকিব। এবারও সাকিবের লক্ষ্য স্কোরবোর্ডে একটা চ্যালেঞ্জিং রান তোলা। কিন্তু আফগান বোলারদের মোকাবেলা করে কী সেটা পারবে?

সাকিব আল হাসান বলেন, ‘তিনটি পরিবর্তন আনা হয়েছে। আশা করছি ভালো কিছু হবে। উইকেটের চরিত্র দেখেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি।’

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেন, ‘আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। তবুও চেষ্টা করবো ওদেরকে (বাংলাদেশ) কম রানে বেধে রাখতে।’

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন