দুপচাঁচিয়ায় বন বিভাগ কর্তৃক জব্দকৃত টিয়া পাখি অবমুক্ত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় বন বিভাগ কর্তৃক জব্দকৃত টিয়া পাখি অবমুক্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:২১
দুপচাঁচিয়ায় বন বিভাগ কর্তৃক জব্দকৃত টিয়া পাখি অবমুক্ত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় বন বিভাগ কর্তৃক জব্দকৃত টিয়া পাখি অবমুক্ত

দুপচাঁচিয়া উপজেলা সামাজিক বনবিভাগ কর্তৃক জব্দকৃত দুইটি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলা পরিষদ পুকুর ঘাটে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী এ দুটি পাখি অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল, উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, ঠিকাদার মোমিনুর রহমান তালুকদার পলাশ প্রমুখ। উল্লেখ্য গত ৩১আগস্ট বৃহস্পতিবার উপজেলা বন বিভাগ অভিযান চালিয়ে ধাপসুলতানগঞ্জ হাট থেকে বিক্রয়কালে দু’টি টিয়া পাখি জব্দ করে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন