বগুড়ার শিবগঞ্জ মরিয়া মারজান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রাজ্জাক রাজুর আয়োজনে শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীন বাংলার বগুড়ায় ১ম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা মরহুম মমতাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদুল ইসলাম লাকি, সিরাজুল ইসলাম, সাংবাদিক সোহেল আক্তার মিঠু। উদ্বোধনী খেলায় সোনাতলা একাদশকে ৩-১ গোলে পরাজিত করে গোবিন্দগঞ্জ একাদশ জয় লাভ করে ২য় রাউন্ডে উন্নীত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন