সিএনজি কে সাইড দিতে ডোবায় প্রাইভেটকার! ভেতরে আটকে নিহত ২ | Daily Chandni Bazar সিএনজি কে সাইড দিতে ডোবায় প্রাইভেটকার! ভেতরে আটকে নিহত ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:৩৩
সিএনজি কে সাইড দিতে ডোবায় প্রাইভেটকার! ভেতরে আটকে নিহত ২
শেরপুর(বগুড়া)প্রতিনিধি-

সিএনজি কে সাইড দিতে ডোবায় প্রাইভেটকার! ভেতরে আটকে নিহত ২

বগুড়ার শেরপুরে একটি সিএনজি কে সাইড দিতে উল্টে ডোবায় পড়ে প্রাইভেটকারের দুইজন আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। পকেটে থাকা জন্মনিবন্ধন অনুযায়ী নিহতদের একজন বগুড়া নিশিন্দারা এলাকার জাকারিয়া জাকির (৩৩) ও নাটোরের বড়াইগ্রাম-সংগ্রামপুরের রানী খাতুন (২১)।

জানা গেছে, প্রাইভেটকারে ৪ জন শেরপুরের দিকে ফেরার পথে চাঁদপুর এলাকায় অপরদিক থেকে যাওয়া পুলিশের সিএনজি কে সাইড দিতে পেছনের নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এদিকে ডোবায় পড়ার পর প্রাইভেটকারের সামনে থাকা ড্রাইভার সহ দুইজন যুবক জানালা দিয়ে বের হয়ে পালিয়ে যাওয়া সন্দেহ’র সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, গাড়িটি ডোবায় পড়ার পরে অন্তত অধাঘন্টা পানিতেই ডুবে ছিলো।

উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ডোবায় পড়ে থাকা প্রাইভেট কার থেকে একজন নারী একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক’এ পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন