প্রথম বল মোকাবিলা করতে গিয়েই আউট মিরাজ | Daily Chandni Bazar প্রথম বল মোকাবিলা করতে গিয়েই আউট মিরাজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৪১
প্রথম বল মোকাবিলা করতে গিয়েই আউট মিরাজ
অনলাইন ডেস্ক

প্রথম বল মোকাবিলা করতে গিয়েই আউট মিরাজ

আগের ম্যাচে ইনিংস ওপেন করতে নেমে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যে কারণে পাকিস্তানের বিপক্ষেও মিরাজকে দিয়ে ইনিংস ওপেন করানো হলো। তার ওপর আফগানদের বিপক্ষে ওপেনিং জুটিতেই প্রায় ১০ ওভার খেলেছিলেন তিনি নাঈম শেখের সঙ্গে।

সব মিলিয়ে টিম ম্যানেজমেন্ট জুটি ভাঙতে চাননি এবং শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের বিপক্ষে মিরাজকে দিয়েই ইনিংস ওপেন করালো টিম ম্যানেজমেন্ট।

কিন্তু পাকিস্তানের বিপক্ষে আর ক্লিক করেনি মেহেদী মিরাজ। শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে প্রথম ওভার খেলেছেন নাঈম শেখ। যদিও কোনো রান করতে পারেননি। দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন নাসিম শাহ। তার প্রথম বল মোকাবিলা করেন মিরাজ এবং প্রথম বল মোকাবিলা করতে গিয়েই ক্যাচ তুলে দেন তিনি।

নাসিম শাহ যে বলটি করেছিলেন, সেটিতে সাধারণত উইকেট আসে না। কিন্তু শর্ট লেন্থের বলটি ছিলেন পা বরাবর। মিরাজ ফ্লিক করতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লাগাম। স্কয়ার লেগে দাঁড়িয়েই ক্যাচটি ধরলেন ফাখর জামান।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৮। ৪ রান করে নিয়ে ব্যাট করছেন নাঈম শেখ এবং লিটন দাস ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন