নিবন্ধন-একাডেমিক স্বীকৃতি ছাড়া প্রাথমিক বিদ্যালয় চলবে না | Daily Chandni Bazar নিবন্ধন-একাডেমিক স্বীকৃতি ছাড়া প্রাথমিক বিদ্যালয় চলবে না | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৫৫
নিবন্ধন-একাডেমিক স্বীকৃতি ছাড়া প্রাথমিক বিদ্যালয় চলবে না
অনলাইন ডেস্ক

নিবন্ধন-একাডেমিক স্বীকৃতি ছাড়া প্রাথমিক বিদ্যালয় চলবে না

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় চলবে না। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এখন যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকেও নিবন্ধন নিতে হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বর্তমানে যে স্কুলগুলো আছে তার মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন