২০২৩ সালের নোবেলজয়ীরা পাবেন বাড়তি অর্থ | Daily Chandni Bazar ২০২৩ সালের নোবেলজয়ীরা পাবেন বাড়তি অর্থ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৩২
২০২৩ সালের নোবেলজয়ীরা পাবেন বাড়তি অর্থ
অনলাইন ডেস্ক

২০২৩ সালের নোবেলজয়ীরা পাবেন বাড়তি অর্থ

২০২৩ সালে নোবেলজয়ীরা পুরস্কারের অর্থমূল্য হিসেবে বাড়তি পাবেন ৮৯ হাজার মার্কিন ডলার (১০ লাখ সুইডিস ক্রোনা)। ফলে এ বছর পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ৮৬ হাজার ডলার।

শুক্রবার নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়। নোবেল ফাউন্ডেশন জানায়, আর্থিক অবস্থান ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোয় একাধিকবার নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানো-কমানো হয়েছে। ২০১২ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮ লাখ ৯৭ হাজার ডলার থেকে ৭ লাখ ১৭ হাজার ডলার করা হয়েছিল। ২০১৭ সালে আবার তা বাড়িয়ে ৮ লাখ এবং ২০২০ সালে বাড়িয়ে ৮ লাখ ৯৭ হাজার ডলার করা হয়।

চলতি বছর আগামী ২ অক্টোবর থেকে ফিজিওলজি বা মেডিসিন বিভাগ দিয়ে শুরু হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এরপর ধাপে ধাপে ঘোষণা করা হবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে বিজয়ীদের নাম। 

সূত্র: রয়টার্স

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন