
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বনির্ভর করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ভূমিহীন ও অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা করে গেছেন। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁর কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। ভূমিহীন ও গৃহহীন মানুষ জায়গা ও ঘর পেয়ে আজ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছেন। আগামীতে এ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা যেন নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশকে নেতৃত্ব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে এটা আমার বিশ্বাস। গতকাল বুধবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার জনপ্রতিনিধি, কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মী ও অন্যান্য অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় ‘আশ্রয়ণের উপকারভোগীদের মুল ধারার অর্থনীতিতে অন্তর্ভুক্তিকরণ মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন’ বিষয় বস্তুর ওপর আলোকপাত করে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন, আশ্রয়ন প্রকল্প-২ এর উপ-প্রকল্প পরিচালক ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব মোঃ ইলিয়াস মেহেদী। উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজ্জাত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া এলাকার এজিএম জাহেদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক গোলাম ফারুক, আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ইসমাইল হোসেন, মেরিনা বেগম প্রমুখ। পরে আশ্রয়ন প্রকল্পের উপস্থিত উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি ছাতা ও রেইন কোর্ট বিতরণ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন