শিবগঞ্জে ৩শ সংখ্যা লঘু অসহায় কৃষক মাঠের ফসল নিয়ে উৎকন্ঠায় ১০ লক্ষ টাকার ফসল বিনষ্ট | Daily Chandni Bazar শিবগঞ্জে ৩শ সংখ্যা লঘু অসহায় কৃষক মাঠের ফসল নিয়ে উৎকন্ঠায় ১০ লক্ষ টাকার ফসল বিনষ্ট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০
শিবগঞ্জে ৩শ সংখ্যা লঘু অসহায় কৃষক মাঠের ফসল নিয়ে উৎকন্ঠায় ১০ লক্ষ টাকার ফসল বিনষ্ট
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে ৩শ সংখ্যা লঘু অসহায় কৃষক মাঠের
ফসল নিয়ে উৎকন্ঠায় ১০ লক্ষ টাকার ফসল বিনষ্ট

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উথলী ছোট নারায়নপুর গ্রামের প্রায় ৩শ সংখ্যা লঘু পরিবারের  অসহায় কৃষক মাঠের ফসল নিয়ে উৎকন্ঠার মধ্যে রয়েছে। 
গত কয়েক দিনের মধ্যে ১০টি পরিবারের প্রায় ৫শ ৫০ ছরি কলা ও ফুলকপির চারা যার অনুমানিক মূল্য ১০ লক্ষ টাকার ফসল বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। 
অমুল্য চন্দ মোদকের ছেলে ভুক্তভোগী কৃষক শ্রী সজল কুমার মোদক জানান, তার ৫০ শতাংশ জমির ৫শ ৫০টি কলাগাছ এর অপরিপক্ক কলা ছড়ি গত মঙ্গলবার দুর্বৃত্তরা রাতে হাসুয়া দিয়ে দন্ডায়মান গাছের কলার ছড়ি কুপ দিয়ে কেটে ঝুলিয়ে রেখেছে এবং কিছু কলা মাটিতে কেটে ফেলে দিয়েছে। তিনি আরো জানান, প্রতি ছড়ি কলা অনুমানিক মূল্য ৫শ থেকে ৬শ টাকা এতে তার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। এছাড়াও কিছুদিন আগে একই এলাকার কৃষক শ্রী বিরেন্দ্র নাথ হৃদয় চন্দ্র সহ ৫/৬ জনের ফুল কপির চারা বিনষ্ট করেছে। তাদের জমিতে প্রায় ২ লক্ষ চারা ছিল। প্রতি পিচ চারার মূল্য ২/৩ টাকা । এতে প্রায় তার ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে একটি সংবদ্ধ চক্র তাদের সর্ব শান্ত করতে চক্রান্তে লিপ্ত হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার বলেন, উথলী এলাকার মাটি অতি উর্বর এলাকাটিতে উৎকৃষ্ট মানের কলা, সবজি ও মসলা জাতীয় ফসল উৎপাদন হয়ে থাকে। ক্ষতিগ্রস্থ কৃষক ক্ষতি পুষিয়ে উঠতে মৌসুমি অন্যান্য ফসল ফলাতে সার্বিক সহযোগিতা করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন