তিনদিন সাগরে ভেসে নতুন জীবন পেলেন ২৯ জেলে | Daily Chandni Bazar তিনদিন সাগরে ভেসে নতুন জীবন পেলেন ২৯ জেলে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:২৪
তিনদিন সাগরে ভেসে নতুন জীবন পেলেন ২৯ জেলে
অনলাইন ডেস্ক

তিনদিন সাগরে ভেসে নতুন জীবন পেলেন ২৯ জেলে

মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিনদিন উত্তাল সমুদ্রে ভাসতে থাকা ২৯ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পাওয়ার পর যৌথ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালীর শেখের খাল বাজার থেকে ‘রহমত-ই-ইলাহী’ নামের একটি ফিশিং ট্রলার ২৯ জন জেলেকে নিয়ে পটুয়াখালীর মায়ারচরের উদ্দেশ্যে রওনা হয়। ১৭ সেপ্টেম্বর রাত ১টার দিকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে। ২০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে চর তুফানিয়া নামক স্থানে ট্রলারটি নিমজ্জিত হয়।

ওইদিন রাত ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে সিকিউরিটি স্টেশন আন্ধারমানিক, বিসিজি স্টেশন নিজামপুর এবং বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী যৌথ এসএআর অপারেশন পরিচালনা করে। সমুদ্র উত্তাল এবং বৈরী আবহাওয়ার মধ্যেও কোস্টগার্ডের উদ্ধারকারী দল ও অন্য একটি মাছ ধরার ট্রলারের অক্লান্ত প্রচেষ্টায় বৃহস্পতিবার দুপুরে ২৯ জেলেকে উদ্ধার করা হয়।

আনোয়ার সাত্তার জানান, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। তাদের সবাই সুস্থ আছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ট্রলারের মালিকের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন