নামুজায় ১১শ' ৬২ মিটার ২টি পাকা রাস্তায় উদ্বোধন করেনঃ এমপি রিপু | Daily Chandni Bazar নামুজায় ১১শ' ৬২ মিটার ২টি পাকা রাস্তায় উদ্বোধন করেনঃ এমপি রিপু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০
নামুজায় ১১শ' ৬২ মিটার ২টি পাকা রাস্তায় উদ্বোধন করেনঃ এমপি রিপু
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

নামুজায় ১১শ' ৬২ মিটার ২টি পাকা রাস্তায় উদ্বোধন করেনঃ এমপি রিপু

গত বুধবার বিকালে বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়ানের বড়টেংরা ও ধর্মপুর ১১৬২ মিটার ২টি পাকা রাস্তার শুভ উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সাংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। 
এসময় উপস্থিত ছিলেন নামুজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক মাহবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রফিক শফিক, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়,
নামুজা ইউপি প্যানেল চেয়ারম্যান মন্টু মিয়া, ইউপি সদস্য জিন্নাহ্, শহিদুল ইসলাম ও রুবেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম,এ আজিজসহ সরকারি রাস্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যান্যদের মধ্যে রাজনৈতিক দলের নেতা-কর্মী, সুধীজন, শিক্ষক ও সামাজিক সংগঠনের 
গন্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন