নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা | Daily Chandni Bazar নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০৭
নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:

নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকারের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পবিত্র চন্দ্র মহন্ত, কোষাধ্যক্ষ রণজিত কুমার শীলসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম পৌর এবং ৫টি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ কমিটির প্রতিনিধিবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন