
বগুড়ার শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার গুণগত মানউন্নয়নে নবগত ইউএনও এর সাথে প্রধান শিক্ষকগণের মতবিনিময় ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এস.এম সারওয়ার জাহান, সিনিয়র সহকারি শিক্ষা অফিসার বেলাল হোসেন,সহকারি শিক্ষা অফিসার এমদাদুল হক মন্ডল, কৃষ্ণা তরফদার, পরিতোষ সরকার, মেহেদী হাসান মিলন, রুবাইয়া ইয়াসমিন, দহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জালাল উদ্দিন, মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলুর রহমান, শিবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন শব্দলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শামিমা পারভীন, জানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সহ উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।