চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এলাকার লাভ লেইনের সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলে চুরির ঘটনায় আবদুর রহিম শিপন ওরফে সুমন (২২) এবং মো. শাহিন (৩০) নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর।
ওসি বলেন, গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে লাভ লেইনের সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। চোরেরা স্কুলের পাঠদানে ব্যবহৃত স্বদেশ ব্যান্ডের ৫৪টি ট্যাব, এলইডি টিভি, আইপিএস ব্যাটারি, এলইডি মনিটর ও পিতলের ঘণ্টা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা দেয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে আসামি আবদুর রহিম শিপনকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় জড়িত অন্য আসামি মো, শাহিনকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৭টি ট্যাব, একটি এলইডি টিভি একটি এলইডি মনিটর, একটি আইপিএস ব্যাটারি, একটি ডিভিআর মেশিন উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন