হোয়াইট হাউজে আরও এক কর্মকর্তাকে কামড়ালো বাইডেনের ‘কমান্ডার’ | Daily Chandni Bazar হোয়াইট হাউজে আরও এক কর্মকর্তাকে কামড়ালো বাইডেনের ‘কমান্ডার’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫৯
হোয়াইট হাউজে আরও এক কর্মকর্তাকে কামড়ালো বাইডেনের ‘কমান্ডার’
অনলাইন ডেস্ক

হোয়াইট হাউজে আরও এক কর্মকর্তাকে কামড়ালো বাইডেনের ‘কমান্ডার’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে পশুপ্রেমী তা অজানা নয়। এমনকি হোয়াইট হাউজেও তিনি কুকুরকে সঙ্গী করেছেন। তবে এবার নিজের প্রিয় পোষা কুকুর ‘কমান্ডার’কে নিয়ে নতুন করে বিড়ম্বনায় পড়েছেন বাইডেন।

প্রেসিডেন্টের কমান্ডার হোয়াইট হাউজের এক মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দিয়েছে বলে জানা গেছে। দুই বছর বয়সী জার্মান শেফার্ড কমান্ডারের কামড়ে এই নিয়ে ১১ জন আহত হলো।

হোয়াইট হাউজের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, সোমবার রাত ৮টার দিকে প্রেসিডেন্টের পোষা কুকুরের হামলার শিকার হন ওই কর্মকর্তা।

২০২১ সালে ছোট্ট কমান্ডারকে হোয়াইট হাউজে আনেন বাইডেন। জার্মান শেফার্ড কুকুরটির বয়স প্রায় দুই বছর। বাইডেনের ভীষণ প্রিয় কমান্ডার।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত কয়েক মাসে অন্তত ১০ জনকে কামড়েছে কুকুরটি।

সূত্র: বিবিসি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন