অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে আইনি ব্যবস্থা: ডিএমপি কমিশনার | Daily Chandni Bazar অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে আইনি ব্যবস্থা: ডিএমপি কমিশনার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ১৬:৩৪
অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে আইনি ব্যবস্থা: ডিএমপি কমিশনার
অনলাইন ডেস্ক

অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে আইনি ব্যবস্থা: ডিএমপি কমিশনার

রাজনৈতিক সংগঠনগুলো অনুমতি ছাড়া কোনো সভা সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ‘মিট দ্য প্রেস’ এ এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আজকেও বিরোধী দলের একটি কর্মসূচি রয়েছে। তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে। আমরা যেভাবে অনুমতি দিয়েছি সেভাবেই তারা কাজ করছে। কোনো সংগঠন যদি অনুমতি ছাড়া কোনো কিছু করতে চায়, ডিএমপির অধ্যাদেশে যেই নিয়ম-কানুন রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি এর আগে অবরোধ করেছে। সামনে যদি আবারও অবরোধে যায় তাহলে আপনারা কী ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, আমরা বলেছি ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেব।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন