রোডমার্চ করে কোনো লাভ নেই সংবিধান মেনেই হবে ভোট -মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি | Daily Chandni Bazar রোডমার্চ করে কোনো লাভ নেই সংবিধান মেনেই হবে ভোট -মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ২৩:৪৮
রোডমার্চ করে কোনো লাভ নেই সংবিধান মেনেই হবে ভোট -মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

রোডমার্চ করে কোনো লাভ নেই 
সংবিধান মেনেই হবে ভোট
-মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি

বর্ষীয়াণ রাজনীতিবিদ সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, বিএনপি যতই লাফালাফি করুক, রোডমার্চ করুক কোনো লাভ নেই। দেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি যদি সেই নির্বাচনে অংশ না নেয় তাহলে তাদের অস্তীস্তই থাকবে না। 
আজ সোমবার বেলা ১২টার দিকে মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ম-ল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ্ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও এসএম গোলাম আজম, এমপি পুত্র সাফায়েত জামিল প্রামাণিক সৌরভ প্রমুখ।
শেষে ১৯৭ প্রতিষ্ঠানের প্রকল্প সভাপতির মাঝে ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৩৩ টাকার চেক বিতরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন