ক্যাডার কম্পোজিনের সুরক্ষা এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসহনসহ ৫ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বগুড়ায় সরকারি কলেজের শিক্ষকরা সোমবার কর্মবিরতি পালন করছেন।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র ডাকে সারাদেশে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে অন্যান্য জেলার মত এই জেলার সব সরকারি কলেজগুলোতেও পাঠদান বন্ধ রয়েছে। আন্দোলনত শিক্ষকরা জানিয়েছেন, আজকের কর্মবিরতি সত্ত্বেও যদি দাবি দাওয়া মানা না হয় তাহলে আগামী ১০ অক্টোবর থেকে টানা তিনদিনের কর্মবিরতি পালন করা হবে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গত ২৬ সেপ্টেম্বর সারাদেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচ দফা দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে অপর ৩টি হলো- পদোন্নতি, পদ সৃজন এবং স্কেল আপগ্রেডেশন। বগুড়ায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত ‘কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠারও দাবি জানানো হয়।
কর্মসূচীর সমর্থনে সোমবার সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষকরা পাঠদান থেকে বিরত থেকে নতুন ভবনে প্রশাসনিক কার্যালয়ের সামনে সমাবেশ করেন। ওই কর্মসূচীর সমর্থনে জেলার সরকারি শাহ সুলতান কলেজসহ অন্যান্য সরকারি কলেজেও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সকাল ১০টায় শুরু হওয়া ওই সমাবেশে শতাধিক শিক্ষক অংশ নেন। সমাবেশে বক্তৃতাকালে শিক্ষকবৃন্দ অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা বলেন, মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের পদ সৃজন অপরিহার্য। বর্তমানে সরকারি কলেজসহ শিক্ষা প্রশাসনে কর্মরত শিক্ষা ক্যাডারে কর্মরত ১৬ হাজার কর্মকর্তার বাইরে আরও ১২ হাজার ৪৪৪টি পদ সৃজনের প্রস্তাব করা হয়। ৯ বছর আগের সেই প্রস্তাব আজও বাস্তবায়ন করা হয়নি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন