বগুড়ায় মোবাইলফোন চুরি করা সন্ধহে প্রতিবন্ধীকে ছুরিকাঘাত! থানায় অভিযোগ | Daily Chandni Bazar বগুড়ায় মোবাইলফোন চুরি করা সন্ধহে প্রতিবন্ধীকে ছুরিকাঘাত! থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৩ ২৩:৫৫
বগুড়ায় মোবাইলফোন চুরি করা সন্ধহে প্রতিবন্ধীকে ছুরিকাঘাত! থানায় অভিযোগ
নামুজা (বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ায় মোবাইলফোন চুরি করা সন্ধহে প্রতিবন্ধীকে ছুরিকাঘাত! থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির শৌলা নারায়নপুর গ্রামে মোবাইলফোন চুরি করা সন্দহে নয়ন নামে এক বাকপ্রতিবন্ধীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবন্ধী নয়নের মা  গোলাপি বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাদীর অভিযোগে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ১২টায় তার ছেলে নয়নকে মোবাইলফোনে দুদাহার গ্রামে ডেকে নিয়ে একই এলাকার জনৈক সিরাজুল ইসলাম, শামীম হোসেন, আলতাব আলী, রিফাত হোসেন, লিটন ও খালাজ কর্তৃক ছুরাকাঘাত করা হয়েছে। তিনি আরও বলেন  মুমূর্ষ অবস্থায় অভিযুক্তরা মোটরসাইকেল যোগে বাড়ির সামনে ফেলে চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম জানা, প্রতিবন্ধী নয়ন যদি চুরির সঙ্গে সংশ্লিষ্ট থাক বা না থাক তাকে মারপিট করা ঠিক হয়নি। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা চলছে।  
গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) এ ব্যাপারে শিবগঞ্জ থানার এসআই ইব্রাহিম জানান, উক্ত ঘটনায় পুলিশের সুনিপুণ তদন্ত কাজ অব্যাহত আছে। সবমিলিয়ে প্রতিবন্ধীকে মারপিট করার ঘটনা সঠিক বিচারের দাবী জানান সচেতন মহল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন