গাবতলীতে অভিনব কায়দায় চুরি | Daily Chandni Bazar গাবতলীতে অভিনব কায়দায় চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২৩ ০০:০১
গাবতলীতে অভিনব কায়দায় চুরি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে অভিনব 
কায়দায় চুরি

বগুড়ার গাবতলীতে অভিনব কায়দায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২রা অক্টোবর সোমবার সন্ধ্যা রাতে উপজেলা রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া শাহপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া শাহপাড়া গ্রামের মৃত চশমত উল্লাহ শাহার ছেলে মাহফুজার রহমান সাহার বাড়ির উঠোনে খরের পালায় পেট্রোল ঢেলে দুর্ধর্ষ চোরেরা আগুন লাগায়। এরপর সকল স্থানীয় লোকজনের দৃষ্টি ওই  খড়ের পালার দিকে ফিরিয়ে মাহফুজারে ছোট ভাই প্রবাসী নুরুন্নবীর  বাড়িতে কৌশলে প্রবেশ করে। তারপর ঘরের রক্ষিত বাক্সের তালা ভেঙে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, লাগেজ ভর্তি কাপড়, কিছু স্বর্ণের গহনা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এদিকে স্থানীয়রা পরের দিন সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি লিপিয়ার ঘাসের জমি থেকে ফাঁকা লাগেজ পেয়েছে। দুর্ধর্ষ এই চুরির ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত দায়ের করেছেন। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন