মাঝিহট্টে ছাগল গাছ খাওয়া-কে কেন্দ্র করে মারপিটে দুই ভাইয়ের চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত! | Daily Chandni Bazar মাঝিহট্টে ছাগল গাছ খাওয়া-কে কেন্দ্র করে মারপিটে দুই ভাইয়ের চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২৩ ২১:৪৫
মাঝিহট্টে ছাগল গাছ খাওয়া-কে কেন্দ্র করে মারপিটে দুই ভাইয়ের চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত!
অনলাইন ডেস্ক

মাঝিহট্টে ছাগল গাছ খাওয়া-কে কেন্দ্র করে মারপিটে দুই ভাইয়ের চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে ছাগল গাছ খাওয়া-কে কেন্দ্র করে মারপিটে দুই ভাইয়ের চোখে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। 

জানা যায়, মাঝিহট্ট ইউপির ভালুঞ্জা গ্রামে অবস্থিত কেজিস্কুল চত্বরে একই গ্রামের প্রবাসী ফটোর স্ত্রী তহমিনার ছাগল কলমকরা বেশ কিছু আম গাছ খেয়ে ফেলে। এ বিষয়ে কেজিস্কুলের কেয়ারটেকার সুকুর আলী ছাগল মালিক তহমিনাকে অভিযোগ করে।
এতে তহমিনা ক্ষিপ্ত হয়ে তার স্বামী পরিত্যক্তা মেয়ে ফারহানাকে সঙ্গে নিয়ে গত সোমবার দুপুরে সুকুর আলীকে পরিকল্পিতভাবে মারপিট করে। তাদের মারপিটে সুকুর আলীর চোখে মারাত্বক ভাবে আঘাতপ্রাপ্ত হয়।
এ ঘটনায় ওইদিন বিকালে সুকুর আলীর ছোট ভাই ফজলুল হককে একইভাবে তহমিনা, মেয়ে ফারজানা ও তহমিনার পিতা তছলিম উদ্দিন দলবদ্ধ হয়ে ফজলুল হককে মারপিট করে দুই চোখে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত করে।
সুকুর সজীমেক হাসপাতালে ও ফজলুল হক নামুজা বাজারে ডা: আলহাজ্ব জহুরুল ইসলাম নিকট চিকিৎসা নিচ্ছে। 
এ ব্যাপারে মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা নিকট অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন