ইসরায়েলে হামাসের হামলায় নিহত ২২, আহত ৫ শতাধিক | Daily Chandni Bazar ইসরায়েলে হামাসের হামলায় নিহত ২২, আহত ৫ শতাধিক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৩ ১৭:৪০
ইসরায়েলে হামাসের হামলায় নিহত ২২, আহত ৫ শতাধিক
অনলাইন ডেস্ক

ইসরায়েলে হামাসের হামলায় নিহত ২২, আহত ৫ শতাধিক

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ত্রিমুখী হামলায় অন্তত ২২ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৪৫ জন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি, ইসরায়েলের ভেতরে সশস্ত্র যোদ্ধারা ঢুকে পড়ারও খবর পাওয়া গেছে।

এ অবস্থায় ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনো দেখেনি। আমরা যুদ্ধের মধ্যে রয়েছি এবং এই যুদ্ধে আমরাই জিতবো।

হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা চালিয়েছি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন