নির্বাচনী এলাকার মানুষের কাছে জবাবদিহীতা নিশ্চিত করে পাশে থাকতে চাই -ভিপি সাহীন | Daily Chandni Bazar নির্বাচনী এলাকার মানুষের কাছে জবাবদিহীতা নিশ্চিত করে পাশে থাকতে চাই -ভিপি সাহীন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৩ ২৩:৩২
নির্বাচনী এলাকার মানুষের কাছে জবাবদিহীতা নিশ্চিত করে পাশে থাকতে চাই -ভিপি সাহীন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

নির্বাচনী এলাকার মানুষের কাছে 
জবাবদিহীতা নিশ্চিত করে পাশে 
থাকতে চাই -ভিপি সাহীন

দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে নৌকা প্রতীকে মনোনয় প্রত্যাশী বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন বলেছেন, বগুড়া-৭ নির্বাচনী আসনে এযাবত কাল যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের কারোই জনগণের কাছে জবাবদিহীতা ছিলনা। তারা শুধু নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। তাই সারা দেশে উন্নয়ন হলেও শুধু এমপিদের জবাবদিহীতা না থাকার কারণে শাজাহানপুর-গাবতলীবাসি উন্নয়ন ও সরকারি সেবা পায়নি। তাই জবাবদিহীতা নিশ্চিত করে নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মানুষের দোড়গোড়ায় পৌঁছতেই নির্বাচনে প্রার্থী হতে চাই।  
দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গতকাল শনিবার বগুড়ার শাজাহানপুরের রাণীরহাট বন্দরে আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও অংশ নেন শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, আশেকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী, আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন, ছামছুল আলম ফকির, ওমর ফারুক, ওয়ালিউল ইসলাম মামুন, রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিয়াউল হক জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রভাষক নুরুল আমিন শিশির, আব্দুস সালাম, আমিনুল ইসলাম, আসাদুজ্জামান রাজু প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন