
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১১ই অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ নন্দীগ্রাম উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মী সম্মেলনে কে হতে চলেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এই নিয়ে চলছে চায়ের আড্ডা সহ বিভিন্ন মহলে গুঞ্জন। এদিকে কর্মী সম্মেলনকে ঘিরে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। কেউ বা ব্যানার ফেস্টুন বানাচ্ছেন আবার কেউ বা ফেসবুক ইন্টারনেট সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। এই কর্মী সম্মেলন কে ঘিরে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের চোখে মুখে দেখা যাচ্ছে আনন্দের ছোঁয়া। জানা যায় ঐদিন নন্দীগ্রাম উপজেলা শাখা ছাত্রলীগের কর্মী সভায় উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগ শাখার সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মহিদুল ইসলাম জয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন