
নন্দীগ্রামে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১লক্ষ টাকা মূল্যের কারেন্ট জাল উদ্ধার ও ৪টি দোকানে জরিমানা করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন সঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান ও এস আই তারিকুল ইসলাম উপজেলার কড়ইহাটে মৎস্য অভিযান পরিচালনা করেন। এতে মালিক বিহীন অবস্থায় ১লক্ষ টাকা মূল্যের কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে পুুড়িয়ে ফেলা হয়। এছাড়াও উক্ত হাটে সাখাওয়াত হোসেনের কাপরের দোকানে ডিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১৯৫৬ এর ১২ নং ধারায় অর্থদন্ড প্রদান করা হয়। এবং ৪টি কাপরের দোকানের মালিককে ডিলিং লাইসেন্স করার পরামর্শ প্রদান করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন