সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপনের দাফন সম্পন্ন | Daily Chandni Bazar সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপনের দাফন সম্পন্ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৩ ০০:৪৬
সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপনের দাফন সম্পন্ন
ষ্টাফ রিপোর্টার

সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপনের দাফন সম্পন্ন

গত ২৬ সেপ্টেম্বর বুধবার বগুড়ার ধুনটে পেশাগত দায়িত্ব পালন করে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার নিউরোসাইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় তার মেরুদন্ডের হাড় ভেঙ্গে স্পারাইনাল কর্ড ছিড়ে যায়। রোববার ঢাকায় তার অপারেশন করা হয়।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তার ২ স্ত্রী, এক ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ প্রথমে বগুড়া প্রেসক্লাবে নিয়ে আসা হয়।বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ বগুড়া গোরস্থান ও ভাই পাগলা মাজারে তার দ্বিতীয় জানাজার পর তাঁকে দাফন করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন