
দুপচাঁচিয়া উপজেলা পরিষদের আয়োজনে অসহায়-দরিদ্র, প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার এবং গরীব কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার(ভূমি) রূপম দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী রুবেল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ। এসময় উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলী, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, থানার এসআই বকুল হোসেন, বিশিষ্ট ঠিকাদার মোমিনুর রহমান তালুকদার পলাশ, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভাশেষে প্রধান অতিথি দরিদ্র, প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার এবং গরীব কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন