নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৩ ২৩:৪২
নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:

নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত জামিরুল ইসলাম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নন্দীগ্রাম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক শাহাদৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশন অফিসার তানভীর হাসান, ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি তীর্থ সলিল রুদ্র্র, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার ও বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম। এবার নন্দীগ্রাম উপজেলায় ৪৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রত্যেক দুর্গাপূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন