
বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ির সাড়ে ৫শতক জায়গায় জোর পূর্বক রাতের আধারে অবৈধভাবে ঘর নির্মাণ করায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের তেঘরী মহল্লার মৃত জফের আলীর ছেলে ওয়েজ কুরানীর বাড়ীর পার্শ্বে সাড়ে ৫ শতক জায়গা নিয়ে দির্ঘদিন যাবৎ একই গ্রামের মৃত মফিজ জামাদার এর ছেলে জাহিদুল ইসলাম, আকবর আলী ও আব্দুল কুদ্দুসদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। একপর্যায়ে বুধবার রাতের আধারে উক্ত জায়গায় জমির মালিকের অজান্তে জাহিদুল ইসলামের লোকজন টিন ও বাঁশের চালা তৈরি করে তরিঘরি করে ঘর নির্মাণ করেন। এঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন মহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় এলাকার শান্তিপ্রিয় মানুষ চরম উৎকন্ঠার মধ্যে রয়েছে। অবৈধভাবে ঘর নির্মানের ঘটনায় ওয়েজ কুরানী বলেন, ১১ শতক জমির যাবতীয় কাগজপত্র ও দলিল আমাদের নামে আছে। উক্ত জমিটি আমরা কোবলা মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছি। আব্দুল কুদ্দুস ও দলবল আমার জমির মধ্যে বিবাদী পক্ষ জোরপূর্বক আমার ৫ শতক জায়গা দখলের চেষ্টা করে আসছে। ইতিমধ্যে তারা মঙ্গলবার রাতের কোন এক সময় জায়গাটি দখল করার জন্য তরিঘরি করে একটি বাড়ী নির্মান করে বসবাস করার পাইতারা করছে। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন