তালোড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল | Daily Chandni Bazar তালোড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৩ ২২:১৪
তালোড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

তালোড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকারের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার সুস্থ’্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তালোড়া পৌরসভা হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সহসভাপতি লোকমান হোসেন বাদশা, আব্দুল মান্নান, খাদেমুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মাহিছুর রহমান কাজল, অনীল কুমার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী, তালোড়া পৌরসভার প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, আমিনুর রহমান, পৌর কাউন্সিলর হাসেম প্রামানিক, ইব্রাহীম আলী মুকুল, তালোড়া পৌর যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন স্বপন, যুবদল নেতা আশরাফুল আলম সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন