ধুনটে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar ধুনটে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৩ ২৩:৪০
ধুনটে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে মহিলা দলের কর্মী
সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ধুনট হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সভাপতি মিসেস লাভলী রহমান।

ধুনট উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি এ্যাড: খাইরুন নাহার চৌধুরীর সভাপতিত্বে কর্মী সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. রহিমা খাতুন মেরি, ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুঞ্জিল হক, সাইফুল ইসলাম ভেটু সহ দলীয় নেতৃবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন