শেখ হাসিনার নেতৃত্বেই সোনার বাংলা হবে: ধুনটে গণসংযোগকালে এমপি হাবিব | Daily Chandni Bazar শেখ হাসিনার নেতৃত্বেই সোনার বাংলা হবে: ধুনটে গণসংযোগকালে এমপি হাবিব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৩ ২৩:৪২
শেখ হাসিনার নেতৃত্বেই সোনার বাংলা হবে: ধুনটে গণসংযোগকালে এমপি হাবিব
ধুনট (বগুড়া) প্রতিনিধি

শেখ হাসিনার নেতৃত্বেই সোনার বাংলা হবে:
ধুনটে গণসংযোগকালে এমপি হাবিব

দেশের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই দেশ সোনার বাংলা হবে বলে মন্তব্য করেছে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

গণসংযোগকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই দেশ বিরোধীরা উন্নয়ন কর্মকা- বাধাগ্রস্থ করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে দেশবাসিকে সজাগ থাকতে হবে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ি বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
    
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপজেলা আ’লীগ নেতা গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, আফসার আলী সহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন