
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি আই সেন্টার সহ দেশের ৬৫উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় গণভবন থেকে বাংলাদেশ টেলিভিশন(বিটিভি) এর মাধ্যমে সরাসরি এ উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরাসরি এ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, থানার ওসির প্রতিনিধি এসআই বকুল হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, নূর মোহাম্মাদ আবু তাহের, আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রগ্রামার সাদ্দাম হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন