
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আই কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সাড়া বাংলাদেশে ৬৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে এই আই কেয়ার সেন্টারের ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালে উদ্বোধন করা হয়। সোমবার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভার্চুয়ালি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আই কেয়ার সেন্টারের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন