বগুড়ায় শিশু যক্ষ্মা রোগ সনাক্তকরণে গম্ভীরা ও পুতুল নাটক মঞ্চস্থ | Daily Chandni Bazar বগুড়ায় শিশু যক্ষ্মা রোগ সনাক্তকরণে গম্ভীরা ও পুতুল নাটক মঞ্চস্থ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৩ ২৩:৫৪
বগুড়ায় শিশু যক্ষ্মা রোগ সনাক্তকরণে গম্ভীরা ও পুতুল নাটক মঞ্চস্থ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় শিশু যক্ষ্মা রোগ সনাক্তকরণে 
গম্ভীরা ও পুতুল নাটক মঞ্চস্থ

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসুচীর অধিনে ইউএসএআইডি’স এ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ আইসিডিডিআর এর সহায়তায় শিশু যক্ষ্মা রোগ সনাক্তকরন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও পুতুল নাটকের আয়োজন করা হয়। সোমবার বিকালে ঐতিহাসিক সাতমাথা মুজিবমঞ্চ প্রাঙ্গনে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় এর ব্যবস্থাপনায় ও ডাঃ মোঃ সামির হোসেন মিশু এর সভাপতিত্বে গম্ভীরা গান ও পুতুল নাটকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, বিভাগীয় টিবিএক্সপার্ট, রাজশাহী বিভাগের ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রাম ম্যানেজার, আইসিডিডিআর, বি রাজশাহীর মোঃ ফেরদৌস হোসেন। উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিস, বগুড়ার ডিএসএমও, ডাঃ মোঃ ফরহাদ হোসাইন, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আসমাউল হোসেন, প্রজেক্ট ম্যানেজার জানালা বাংলাদেশ এর মোঃ কামরান হোসেন, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী, মোছাঃ শামীমা আকতার। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন