মান্দায় দুর্গাপূজার ১৩০ মন্ডপের ২৭টি ঝুঁকিপূর্ণ | Daily Chandni Bazar মান্দায় দুর্গাপূজার ১৩০ মন্ডপের ২৭টি ঝুঁকিপূর্ণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৩ ২১:১৭
মান্দায় দুর্গাপূজার ১৩০ মন্ডপের ২৭টি ঝুঁকিপূর্ণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় দুর্গাপূজার ১৩০ মন্ডপের ২৭টি ঝুঁকিপূর্ণ

নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে ১৩০ মন্ডপে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে ২৭টি মন্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব মন্ডপে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।  
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় এবারে ১৩০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২৭টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে।মন্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ৮৩৪ জন আনসার সদস্য। একই সঙ্গে গ্রাম পুলিশসহ মন্ডপ কেন্দ্রিক দায়িত্ব পালন করবে স্বেচ্ছাসেবক দল। 
এছাড়া অধিক গুরুত্বপূর্ণ মন্ডপ গুলোতে গ্রাম পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। দুর্গাপূজার এ মহোৎসব নির্বিঘ্নে করতে রয়েছে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব-বিজিবির পাশাপাশি নজরদারি করবে পুলিশের চারটি মোবাইল টিম। তদারকিতে থাকছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীণ কুমার দাস বলেন, ‘মন্ডপগুলোতে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। সবখানেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এ মহোৎসব নির্বিঘ্নে করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তা কামনা করছি।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, প্রতিমা তৈরি থেকে শুরু করে এখন পর্যন্ত মন্ডপে মন্ডপে সার্বক্ষণিক তদারকি করছে পুলিশ। পূজা চলাকালিন প্রত্যেক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসারেরা কাজ করবেন। পাশাপাশি থাকছে পুলিশের চারটি মোবাইল টিম। 
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, দুর্গাপূজার মহোৎসব নির্বিঘ্নে করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন