বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই: খাদ্যমন্ত্রী | Daily Chandni Bazar বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই: খাদ্যমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৩ ১৫:৫৩
বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই: খাদ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই: খাদ্যমন্ত্রী

সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে। সব ধর্মের মানুষ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উপভোগ করছেন। দশমীর দিনে বিসর্জনের মধ্যে দিয়ে এই পূজা অর্চনা শেষ হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারি দুর্গা মন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই। বঙ্গবন্ধু সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলেছেন এবং এই চেতনা বুকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংবিধান মেনে অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলেছেন। সংবিধান অনুযায়ী এদেশে সব মানুষ মিলেমিশে থাকবো।

এসময় আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান মন্ত্রী। পরে মন্ত্রী শিবপুর বারোয়ারী দুর্গা মন্দিরে আগত গরীব মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন