
দুপচাঁচিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে রায়হানুল ইসলাম রানা(২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত রানা দুপচাঁচিয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রামের তুফানুর ছেলে। গত ২৪অক্টোবর মঙ্গলবার পৌনে ৪টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানা দুপচাঁচিয়া থেকে আক্কেলপুরের দিকে যাবার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আক্কেলপুর রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটো রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা ২০গজ দূরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকটি বগুড়ার দিকে চলে যায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন