কারও কথা শুনবেন না, সকালে ব্যালট পেপার পাঠাবেন | Daily Chandni Bazar কারও কথা শুনবেন না, সকালে ব্যালট পেপার পাঠাবেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১৫:০০
কারও কথা শুনবেন না, সকালে ব্যালট পেপার পাঠাবেন
অনলাইন ডেস্ক

কারও কথা শুনবেন না, সকালে ব্যালট পেপার পাঠাবেন

নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ করে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, কারও কথা শুনবেন না, ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠাবেন সকালে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে ইসির সংলাপে এসব কথা বলেন তিনি।

নির্বাচনকে গণতন্ত্রের পিলার উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, আপনারা (ইসি) কাউকে গ্রাহ্য করবেন না। আপনি আপনার কাজ করবেন। আমার অনুরোধ ফজরের পর ব্যালট পাঠাবেন। কারও কোনো কথা শুনবেন না। ব্যালট পেপার সকালে পাঠাবেন। অতীতে নির্বাচন কমিশন কী করেছে তা থেকে ধারণা নিয়ে নির্বাচন করবেন।

নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা কম উল্লেখ করে তিনি বলেন, জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয় তা করেন।

তিনি আরও বলেন, আমরা গণমাধ্যম কর্মীরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন