শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল | Daily Chandni Bazar শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৩ ২০:৫০
শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়ার শাজাহানপুরে আশেকপুর সূর্যতরুন সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আশেকপুর সিপি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলকে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মাস্টার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশেকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন,উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল হাই,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,ইউপি সদস্য রুকুনুজ্জামান,উপজেলা যুবলীগ নেতা শাহাদাত হোসেন,আরিফুল ইসলাম কাজল,ওর্য়াড আওয়ামী লীগ নেতা সোহাগ মিলন,আলম হোসেন,ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান সেন্টু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে ফাইনালে আশেকপুর একাদশ ক্লাব ২-১ গোলে চকজোড়া যুবউন্নয়ন সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন