নওগাঁয় শিশুবান্ধব আদালতের বিচার কার্যক্রম শুরু, বসবে প্রতি বৃহস্পতিবার | Daily Chandni Bazar নওগাঁয় শিশুবান্ধব আদালতের বিচার কার্যক্রম শুরু, বসবে প্রতি বৃহস্পতিবার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৩ ২০:৫৬
নওগাঁয় শিশুবান্ধব আদালতের বিচার কার্যক্রম শুরু, বসবে প্রতি বৃহস্পতিবার
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় শিশুবান্ধব আদালতের বিচার কার্যক্রম শুরু, বসবে প্রতি বৃহস্পতিবার

নওগাঁয় প্রথমবারের মতো শিশু আইন অনুযায়ী শিশুবান্ধব পরিবেশে বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে আদালত ভবনের চতুর্থ তলায় প্রথমবারের মতো ব্যতিক্রমী পরিবেশে এজলাস সাজিয়ে এই বিচার কার্যক্রম পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ও শিশু আদালত-২ নওগাঁর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার।

এদিন ওই এজলাসের সরকারি কৌঁসুলি ও আইনজীবীদের কেউই নির্ধারিত পোশাকে ছিলেন না। দায়িত্বরত পুলিশ সদস্যরাও ছিলেন সাধারন পোশাকে। আসামি ও সাক্ষীদের জন্য ছিলো না কোন কাঠগড়া। কাঠগড়া ও এজলাসের দুটোই ছিলো কাপড় দিয়ে ঢাকা। আদালতের কার্যক্রম শুরুতে অন্যদিন বিচারক এজলাসের নির্ধারিত আসনে বসলেও, এদিন তিনি বসেননি সেই আসনে। নেমে আসেন নিচে রাখা আসনে। এরপর সংঘাতে জড়িত শিশুদের বসানো হয় সামনের বেঞ্চে। এজলাসের নিচে বিচারক ও আইনজীবীরা চেয়ার-টেবিল বসিয়ে মনোযোগ দিয়ে শোনেন শিশুদের প্রত্যেকটি কথা। শুনানি হয় ৩৪টি মামলার। ব্যতিক্রমী শিশুবান্ধব পরিবেশের আদালতের বিচার কার্যক্রম থেকে খুশি হন অভিযুক্ত শিশু, তাঁদের পরিবার, আইনজীবী ও আদালত সংশ্লিষ্টরা।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ও শিশু আদালত-২ নওগাঁর বিশেষ সরকারি কৌঁসুলি মকবুল হোসেন বলেন, এতোদিন দাগী অপরাধীদের সঙ্গে শিশুদের একই সাথে বিচারকাজ পরিচালিত হতো। যা অনেক ক্ষেত্রেই শিশুদের মনে নেতিবাচক প্রভাবের কারন হয়ে দাঁড়াতো। অভিযুক্ত শিশুদের অভিভাকরাও এনিয়ে শঙ্কায় থাকতো। এখন থেকে সেই শঙ্কা আর থাকবে না। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার শিশুবান্ধব আদালতে শুধু শিশুদের মামলার বিচার কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, প্রথম দিনের শিশু আদালতের শুনানিতে বিচারক মামলার আসামি প্রতিটি শিশু-কিশোরকে ভবিষ্যতে নতুন করে অপরাধে না জড়াতে উদ্বুদ্ধ করেছেন। ভালো হয়ে চলতে কার কী সমস্যা, তা জানার চেষ্টা করেছেন। শিশুদের অভিভাবকদেরও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি এতে শিশুরা আগামীতে কিছুটা হলেও অপরাধ থেকে দূরে থাকবে।

উল্লেখ্য: ২০২০ সালে আইন সংশোধন করে দেশের সব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে শিশু আদালত হিসেবে ঘোষণা করা হয়। সংশোধিত শিশু আইনে শিশুদের জন্য আদালত কীভাবে গড়ে উঠবে, তার বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু এত দিন কাগজেই সীমাবদ্ধ ছিল এই নিয়ম। বড়দের মতো শিশুদের বিচার হতো আদালতে। আজ নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ প্রথমবারের মতো আইন মেনে আদালত বসানো হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন